(০১)
রাগ করোনা

রাগ করোনা খুকুমণি
রাগতো ভালো নয়,
রাগ করলে হেরে যাবে
হবে পরাজয়।

আকাশটা ভেঙ্গে পড়বে
আস্ত মাথার পর,
কাল ডাইনি খিলখিলিয়ে
এসে করে ভর।

রাগ আসে ব্যর্থতায়
ঝরে বিবেক ফুল,
মনের মধ্যে ঝড় উঠে
হয় কত্ত ভুল।

দৈনিক হাওয়া 20 নভেম্বর 2021
দৈনিক মেহেরপুর প্রতিদিন 20 নভেম্বর 2021
দৈনিক পশ্চিমাঞ্চল 20 নভেম্বর 2021
দৈনিক কালের চিত্র 20 নভেম্বর 2021
দৈনিক ফুলকি 22 নভেম্বর 2021
দৈনিক মানবকণ্ঠ 26 নভেম্বর 2021
পাক্ষিক আমাদের গল্পকথা 01 ডিসেম্বর 2021
দৈনিক বুলবুলির বৈঠকখানা 01 ডিসেম্বর 2021

(০২)
খুকু ও বিড়ালছানা

খুকুর একটা বিড়াল ছিলো
নাম তার ময়না,
তার দুটি ছানা ছিলো
বাড়ি ছেড়ে যায় না।

খুকু যখন খেতে বসত
ডাকত ম্যাও ম্যাও,
বিড়ালছানা বিড়ালছানা
মাছ খেতে চাও।

এই নাও বোয়াল মাছ
মজা করে খাও,
ঐ দেখো মা আসছে
এবার পালাও পালাও।

বোয়াল মাছটা খেয়েও তোমরা
আরো মাছ চাও
ঐ দেখো নাচে ইঁদুরছানা
দৌড় দিয়ে য়াও।

দৈনিক ভোরের কাগজ ২১ সেপ্টেম্বর ২০১৬ ইং
দৈনিক সমাজের কথা 13 নভেম্বর 2021
দৈনিক গৌড় বাংলা 13 নভেম্বর 2021
দৈনিক এই দেশ আমার 13 নভেম্বর 2021
দৈনিক ফুলকি 15 নভেম্বর 2021
পাক্ষিক আমাদের গল্পকথা 16 নভেম্বর 2021
দৈনিক করতোয়া 27 নভেম্বর 2021
অভিযাত্রী নভেম্বর 2021

(০৩)
ঢোঁড়াসাপ

বাপরে বাপ ওরে সাপ
দু'খানা তার দাঁত,
সারাক্ষণ ফুঁসফাঁস
ভীষণ তার উৎপাত।

সাদা কালো ডোরা কাটা
মস্ত বড় সাপ,
নামটা কী তোর?
কে রে তোর বাপ?

বাঘের মতো চিহারা যে
জলে দেয় ঝাঁপ,
লোকে বলে আরে এটা না
আস্ত ঢোঁড়া সাপ।

দৈনিক কালের কণ্ঠ ১৯ জুলাই ২০২১ ইং
দৈনিক এই দেশ আমার 13 নভেম্বর 2021
দৈনিক হাওয়া 13 নভেম্বর 2021
দৈনিক সংগ্রাম 10 ডিসেম্বর 2021

(০৪)
আনন্দ পাই

আনন্দ পাই ফুল ফুটিলে
পাখিদের গানে,
আনন্দ পাই গল্পে গল্পে
বন্ধুদের সনে।

আনন্দ পাই বৃষ্টি এলে
ছাতা মাথায় দিয়ে,
আনন্দ পাই খেলা ধুলাই
মাঠে ছুটে গিয়ে।

আনন্দ পাই রঙিন ঘুড়ি
নীল আকাশে উড়ে,
আনন্দ পাই সবার সাথে
ফড়িং ছানা ধরে।

আনন্দ পাই মধুর সুরে
মাকে কাছে ডেকে,
আনন্দ পাই রঙ তুলিতে
দেশের ছবি এঁকে।

দৈনিক মানভূম সংবাদ(ভারত)24 নভেম্বর 2021
সাপ্তাহিক বজ্রকণ্ঠ 07 নভেম্বর 2021
সাপ্তাহিক পাঠকসংবাদ 07 নভেম্বর 2021
দৈনিক যুগের কথা 07 নভেম্বর 2021
দৈনিক মেহেরপুর প্রতিদিন 06 নভেম্বর 2021
দৈনিক এই আমার দেশ 06 নভেম্বর 2021
দৈনিক গৌড় বাংলা  06 নভেম্বর 2021
দৈনিক চাঁপাই দর্পণ 05 নভেম্বর 2021

(০৫)
হেমন্ত

হীম কুয়াশা গায়ে মেখে
সুদূরে শিশির ছাড়ায় দিগন্ত,
পাকা ধানের মিষ্টি গন্ধে
গান গেয়ে আসে হেমন্ত।

ভোরের শিশির শুকিয়ে গেলে
ঝনঝন বাজে ধান,
পাখির কণ্ঠে মধুর গান
নেচে ওঠে দেহ প্রাণ।

হেমন্ত ফিরে বাংলা জুড়ে
কৃষকেরা দেখে স্বপ্ন,
কদিন পরে কাটবে মাঠে
সোনালি রঙের এক রত্ন।

সাপ্তাহিক নববাংলা ১০ নভেম্বর ২০২১ ইং
দৈনিক যুগের আলো ১৭ নভেম্বর ২০২১ ইং
দৈনিক বাংলাদেশের বার্তা 05 নভেম্বর 2021