(০১)
ঘোড়া দাদু

খোকন সোনা দাদুর কাছে
বায়না ধরেছে এসে,
ঘোড়ার পিঠে চড়ে খোকন
ঘুরবে দেশ-বিদেশে।

কোথায় এখন পাবে ঘোড়া
দাদু সেজেছে ঘোড়া,
চাবুক মেরে বললো খোকন
এখন একটু দাঁড়া।

দাদু পিঠে কত্ত মজা
খোকন হেসে বলছে,
এই তো দাদু ঘোড়ার মতো
ছুটে ছুটে চলছে।

দৈনিক ফুলকি ০৯ আগস্ট ২০২১ ইং

(০২)
পিঁপড়া

পিঁপড়া গুলো দল বেঁধে
ট্রেন ট্রেন ছোটে,
দিবানিশি কাজ করে
একটানা খাটে।

রাত নেই দিন নেই
চলতে তারা থাকে,
খাবারের সন্ধান পেলে
সবাই কে ডাকে।

কে ছোট কে বড়
ভেদাভেদ নাই,
কাঁধে কাঁধ রেখে তারা
বলে ভাই ভাই।

দৈনিক করতোয়া ৩১ জুলাই ২০২১ ইং

(০৩)
টুনু

খুকুর একটা বিড়াল ছিলো
নাম তার টুনু,
কাছে আসতো ডাক দিলে
খুকুর প্রিয় মুনু।

সাদা রঙের বিড়াল টা
থাকতো খুকুর সাথে,
খাবার খেতে এলে পরে
বসতো তার পাশে।

ম্যাও ম্যাও ডাকতো টুনু
খাবার না পেলে,
খুকুর সাথে খেলা করতো
সকাল আর বিকালে।

দৈনিক যুগের আলো ২৯ জুলাই ২০২১ ইং
সাপ্তাহিক দাঁদড়(ভারত)০১ আগস্ট ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ ০১ আগস্ট ২০২১ ইং

(০৪)
কদম ফুল

কদম ফুল কদম ফুল
কুমারীর কানের দুল,
সবুজ পাতার দেশে
মন যে হারায় কেশে।

কী অপরূপ দৃষ্টি
টাপুরটুপুর বৃষ্টি,
রঙধুনুর হয় সৃষ্টি
লাগে ভীষণ মিষ্টি।

সাপ্তাহিক দাঁদড়(ভারত) ২৫ জুলাই ২০২১ ইং
দৈনিক বাংলাদেশের খবর,২৭ জুলাই ২০২১ ইং

(০৫)
টুনটুনি
-বিচিত্র কুমার

পেয়ারা গাছে টুনটুনি
রোজ তার ডাক শুনি,
নিত্য করে গান গায়
তার সাথে খুকুমণি।

দৈনিক খোলা কাগজ ২৪ জুলাই ২০২১ ইং

(০৬)
ঢোঁড়াসাপ

বাপরে বাপ ওরে সাপ
দু'খানা তার দাঁত,
সারাক্ষণ ফুসফাস
ভীষণ তার উৎপাত।

সাদা কালো ডোরা কাটা
মস্ত বড় সাপ,
নামটা কী তোর?
কে রে তোর বাপ?

বাঘের মতো চিহারা যে
জলে দেয় ঝাঁপ,
লোকে বলে আরে এটা না
আস্ত ঢোঁড়া সাপ।

দৈনিক কালের কণ্ঠ ১৯ জুলাই ২০২১ ইং

(০৭)
বর্ষা

বর্ষা এলো মামা বাড়ি
দুই ভাই কে নিয়ে,
আষাঢ় আর শ্রাবণ যে
বাদলা যায় দিয়ে।

কালো মেঘে ছেয়ে যায়
দূর দিগন্ত বনে,
কুটিকুটি হাসে মেয়ে
অঝর বরষণে।

মেঘ ডাকে মেঘ ডাকে
নিত্য করে টিয়ে,
কদম ফুলের ঝুমকা যে
দু'কানে তার দিয়ে।

দৈনিক জয়পুরহাট খবর ১৯ জুলাই ২০২১ ইং
পাক্ষিক আমাদের গল্পকথা ০১ জুলাই ২০২১ ইং