(০১)
আগস্ট এলে
আগস্ট এলে নীল আকাশে
রক্ত জবা ফুটে,
স্মৃতির পাতা দুঃখ শোকে
কেঁদে কেঁদে ওঠে।
আকাশ কাঁদে বাতাস কাঁদে
খুকুমণীর সাথে,
তারা সব দূরআকাশে ভাসে
একলা বসে নির্ঘুম রাতে।
দৈনিক যুগোর আলো ১২ আগস্ট ২০২১ ইং
দৈনিক করতোয়া ১৪ আগস্ট ২০২১ ইং
দৈনিক পশ্চিমাঞ্চল ১৪ আগস্ট ২০২১ ইং
দৈনিক আলোকিত সকাল ১৫ আগস্ট ২০২১ ইং
পাক্ষিক প্যারিস টাইমস ১৫ আগস্ট ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ ১৫ আগস্ট ২০২১ ইং
(০২)
অগ্নি পুরুষ
দাদুর মুখে শুনেছি আমি
বঙ্গবন্ধুর স্মৃতিকথা,
অগ্নি পুরুষ ছিলেন তিনি
এ স্বদেশের পিতা।
ঊনিশ'শ একাত্তার শক্রপক্ষ যখন
এ স্বদেশ ছিনিয়ে নিতে চায়,
তখন বাঙলির ঘরেঘরে আগুন জ্বলে
শতশত মা বোন ইজ্জত হারায়।
মুজিব বলে মুক্তকণ্ঠে,দেও রক্ত স্বদেশ সন্তান?
নইলে, শক্রপক্ষ এ ভূখণ্ড দখল নিতে চায়,
কত লোক বুলেট খেয়ে মারা যায়
আয় রে তোরা ছুটে আয়।
স্বদেশ মাতাকে ছিনিয়ে নিতে
নরপশু এসেছিলো যারা,
দেশের বীর ছুঁড়ে ছিল তীর
পরাধীন হয়ে ছিলো তারা।
সাপ্তাহিক অগ্নিবীণা ০৫ মার্চ ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ, ০৭ মার্চ ২০২১ ইং
দৈনিক ফুলকি,০৮ মার্চ ২০২১ ইং
সাপ্তাহিক নববাংলা,০৯ মার্চ ২০২১ ইং
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র)১২ আগস্ট ২০২১ ইং
সাপ্তাহিক চরকা,১৪ মার্চ ২০২১ ইং
দৈনিক মেহেরপুর প্রতিদিন ১৪ আগস্ট ২০২১ ইং
দৈনিক জন্মভূমি ১৪ আগস্ট ২০২১ ইং
বাংলাকণ্ঠ(সিঙ্গাপুর) আগস্ট ২০২১ ইং
দৈনিক যুগের কথা ১৫ আগস্ট ২০২১ ইং
দৈনিক যুগের আলো ১৬ আগস্ট ২০২১ ই
দৈনিক পশ্চিমাঞ্চল ২৮ আগস্ট ২০২১ ইং
দৈনিক মুণ্সীগঞ্জের খবর ২৮ আগস্ট ২০২১ ইং
(০৩)
আগস্টের কবিতা
আগস্টেরই পনেরো তারিখ
জাতির শোকের দিন,
স্বাধীনতার মহানায়ক সেদিন
রক্তে হয়েছিল রঙিন।
ঐদিন উষার আলোয় নেমেছিল
বঙ্গে গাঢ় অন্ধকার,
সজীব প্রাণগুলো নিয়েছিল
সামরিক রাজাকার।
তোমরা বঙ্গবন্ধুর নাম শুনেছো,
যিনি বাঙালি জাতির পিতা ছিলেন?
আমাদের স্বাধীনতা এনে দিয়ে
অবশেষে নিজের প্রাণটাও দিলেন।
হাজার যুগের শ্রেষ্ঠ বাঙালি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,
বাঙ্গালি জাতি ভুলবেনা কখনো
তোমার এই বীরত্বের অবদান।
সাপ্তাহিক জন্মভূমি(যুক্তরাষ্ট্র) ০৫ আগস্ট ২০২১ ইং
দৈনিক আজকের প্রত্যাশা ০৬ আগস্ট ২০২১ ইং
দৈনিক প্রতিদিনের সংবাদ ০৭ আগস্ট ২০২১ ইং
দৈনিক মেহেরপুর প্রতিদিন ০৭ আগস্ট ২০২১ ইং
দৈনিক পশ্চিমাঞ্চল ০৭ আগস্ট ২০২১ ইং
দৈনিক কবিনগর বার্তা ০৯ আগস্ট ২০২১ ইং
বাংলাকণ্ঠ(সিঙ্গাপুর) আগস্ট ২০২১ ইং
দৈনিক ভোরের দর্পণ ১৭ আগস্ট ২০২১ ইং
দৈনিক জন্মভূমি ২৮ আগস্ট ২০২১ ইং