(০১)
কুরবানির গরু
হাট থেকে আনলো দাদা
মস্ত বড় ষাঁড়,
তার গলায় ঝুলানো ছিলো
রঙিন ফুলের হার।
লাদুস লুদুস চেহারাটা
লালচে রঙের গরু,
শিং দুটি তার খাঁড়া
লেজটা তার সরু।
দৈনিক যুগের আলো ১৯ জুলাই ২০২১ ইং
দৈনিক চাঁপাই দর্পণ ২০ জুলাই ২০২১ ইং
(০২)
কুরবানি
-বিচিত্র কুমার
মনের পশুকে জবাই দিতে
এসেছে ঘরে কুরবানি,
দূর হয়ে যাক জমে থাকা
শত খারাপ চিন্তা গ্লানি।
এই প্রার্থনা করি যেন
সবাই তুলে দুটি হাত,
মনের পশুত্ব দূর হয়ে যাক
হে খোদা করি মুনাজাত।
দৈনিক মানভূম সংবাদ(ভারত)২১ জুলাই ২০২১ ইং
(০৩)
ঈদের ছুটি
ঈদের ছুটি ঈদের ছুটি
যাচ্ছি নানা বাড়ি,
রাস্তাঘাটে জ্যাম বেঁধেছে
যাচ্ছি ঘোড়া গাড়ি।
হাট পেরিয়ে মাঠ পেরিয়ে
যাচ্ছি ঘোড়া খুরে,
আর নয়কো বেশি দূর যে
নানার বাড়ি দূরে।
রঙেবঙ্গে লাগছে যেন
হিয়া আমার বেশ,
কী আনন্দ কী আনন্দ
হবে কত্ত রেশ।
দৈনিক আজকের প্রত্যাশা ১৬ জুলাই ২০২১ ইং
দৈনিক জন্মভূমি ১৭ জুলাই ২০২১ ইং
দৈনিক মুণ্সীগঞ্জের ১৭ জুলাই ২০২১ ইং
সাপ্তাহিক নববাংলা ১৮ জুলাই ২০২১ ইং
সাপ্তাহিক পাঠকসংবাদ ১৮ জুলাই ২০২১ ইং
সাপ্তাহিক বজ্রকথা ১৮ জুলাই ২০২১ ইং
দৈনিক ফুলকি ১৯ জুলাই ২০২১ ইং
সাপ্তাহিক স্লোগান ১৯ জুলাই ২০২১ ইং
দৈনিক ভোরের দর্পণ ২০ জুলাই ২০২১ ইং