ও হে চন্দ্রবতী নারী...
তুমি মধুচন্দ্রিমার রাতে জোঁছনার আলো...
তুমি নয়ন মেলিয়া তাকালে দূরে যায় কালো...
ওহে মধুবতি নারী...
তুমি হলুদের মাঠে পড়া সোনালী শাড়ি...
তুমি অপূর্ব রূপ ঝড়া হাতে পরা চুড়ি...
ও হে প্রেমময়ী নারী...
তুমি প্রেমিকের মনে ঝড় উঠা তরী...
তুমি ডুবে যাওয়া প্রেমে কল্পনার পরী...
ওহে রূপবতী নারী...
তুমি রঙিলা রূপে পড়া মুক্তার মালা...
তুমি চিকচিকে ঠোঁটে পাপড়ি ফোঁটা...
ওহে সুশীল নারী...
তুমি প্রকৃতির রূপে নামা আসমানী পরী...
তুমি প্রেমিক বোঝে প্রেমে পড়ো তড়িঘড়ি...
                                                  
                           _আলিম আকন্দ।