তৃষ্ণার্ত আছি গত সহস্র বছর ধরে
ইচ্ছা করলে আটলান্টিকের জল পান করতে পারতাম!
কিন্তু আমার চাই তোমার দেওয়া একফোটা জল;
তোমার প্রশান্ত সাগরের!
পানামা খাল কাটার সাধ্য আমার নেই!
সাধ্য আছে দু হাত পেতে-
ডান হাটু মৃত্তিকায় ছুঁয়ে তোমার কাছে জল চাওয়ার!
-দেবে আমায় এক ফোটা জল
তোমার প্রশান্ত সাগরের!
বিশ্বাস করো তোমার একফোটা জল পেলে-
তের হাজার কিলোমিটার পাড়ি দিয়ে
আর্জেন্টিনা হতে ছিনিয়ে আনতে পারবো
অন্য কোন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ!
পারবো তোমার জল পাবার অপরাধে
সাতাশ বছর নির্বাসনে যেতে কোন রোবেন দ্বীপে!
তবু জল তো পাবো!
সহস্র বছর ধরে তৃষ্ণার্ত আমি...
২৪ জুন ২০১৬
জ্যোৎস্না প্লাবন।