আমার কথা তোমার যদি
খুবই পড়ে মনে,
ছুটে যেও নদের পাড়ে
শুভ্র কাশবনে!
বাঁশ পাতায় লিখে চিঠি
ভাসিয়ে দিও জলে,
শাপলা ফুলে হার বানিয়ে
পরে নিও গলে!
মন খারাপের বর্ষা এলে
ভিজে বৃষ্টি-জলে,
অনুভবে আমায় পাবে
একলা কদম তলে!
হাত মেলে দিও গো উড়াল
নিশি জ্যোৎস্না-ঝড়ে,
যদি তোমার একলা ছাদে
আমায় মনে পড়ে!
৫ মে ২০১৬
জ্যোৎস্না প্লাবন।