রাতের বেলা পথে নেমেছি
হবো যে এবার হিমু,
খালি পায়ে হেঁটে হেঁটে
শহর পাড়ি দিমু।
ঘড়িটা এবার দিলাম ফেলে
ফোনটা নিয়েছে চোরে,
ভয় শুধু ডলা খাওয়ার
পুলিশ যদি ধরে!
ফন্দি-ফিকির ভালই জানি
ভয়টা শুধু ভূতের,
কার্ডটাও আজ চোরের হাতে
এটিএম বুথের।
সাদা পাঞ্জাবি করেছি হলুদ
রাখিনি পিছুটান,
হিমু হলেই বুঝবি রূপা
কত চালে কত ধান!

25/12/2014