তুই যে শালা একটা বোকা
অতি মাত্রায় সরল,
চিনবি কবে একলা চেকে
অমৃত আর গরল!
সব কাজেতেই 'ঠিক আছে ভাই'
না ভেবেই তো বলিস,
ছ্যাঁক খেয়ে একলা শেষে
লুকিয়ে কান মলিস!
দুষ্টু লোকের মধুর কথায়
উদোম হয়ে নাচিস,
শরীর পূর্ণ রক্ত থাকতে
কেন রে মিথ্যে বাঁচিস!
সবার কাছে ভালো তুই
অতি সরল-সোজা,
তোর কারণেই এতো ভার
দেশ-জঞ্জালের বোঝা!
এত্ত ভালোর দরকার নেই ভাই
উল্টো ঘুরে দাঁড়া,
আছোলা এক বাঁশ নিয়ে
মেইন সড়কে খাঁড়া!
ভয়-ভীতি ঝেড়ে ফেলে
ফোলা বুকের পাটা,
ভালোর কাছে ভালো থাকিস
মন্দের পথের কাঁটা!
৪ মার্চ ২০১৬
জ্যোৎস্না প্লাবন, যশোর।