বৃষ্টি আমায় ছোঁবে না আর
মেঘ করেছে মানা,
কেন এতো অভিমান
হয়ে গেছে তা জানা!

টাপুর-টুপুর শব্দে আমায়
মাতাবে না আর গানে,
পারলে ঘর ভাসিয়ে দেবে
প্রবল কোন বানে!

কথা ছিল প্রথম বর্ষায়
ভিজবো সারাক্ষণ,
মৃদু হাওয়ায় উড়ু মেঘে
উড়িয়ে দেবো মন।

কথা রাখিনি তাই বুঝি
মেঘ করেছে হানা,
শেষ বর্ষায় চুয়াল্লিশ ধারা
বৃষ্টি'তে ভেজা মানা!


১০ সেপ্টেম্বর ২০১৫
জ্যোৎস্না প্লাবন