তোমার নিস্তব্ধ নদ তটে বসা বৈকালগুলো
আজকাল ধোঁয়াটে, মাঘ প্রভাতের কুয়াশার মতন
যেন বহু বছরের পুরনো স্বপ্ন!
মেঘ করা বৈকালে একলা ছাদে
কেমন নিঃশব্দে জীবন্ত হয়ে ওঠে।
কেঁপে ওঠে তোমাতে আহত হৃদয়
        ভালো আছো তো নদবালিকা?

নদের অভিমানী বর্ষা-বানে
ক্ষণে ক্ষণে মুছে গেছে তোমার চরণচিহ্ন!
তোমার মতো তোমার দিনগুলোও
বুক পেতে বাঁধা যায় না!
ভুলে যাওয়া,  নীলখামের চিঠির দিনগুলো
নীল আকাশ দেখলেই জীবন্ত হয়ে ওঠে।
কেঁপে ওঠে আহত বুকের ভেতর
        ভালো আছো তো নদবালিকা?


২৬ ফেব্রুয়ারী ২০১৬
জ্যোৎস্না প্লাবন, যশোর।