টিউশুনি, প্রাইভেট ভোরে ছুটাছুটি
যার কোন কাজ নেই সে হেসে কুটিকুটি!
ছাদে ওই রান্না চলে নেই তার জুড়ি
কি আর হবে ডাল-ভাত নয়তো খেচুড়ি!
বেলা হলে উঠানে তর্কের মেলা,
ফুটবল-ক্রিকেট চলে সব খেলা।
দুপুর হলে গোসল খানায় যত সব ভিড়,
ছোট-বড় মিলেমিশে এক শান্তির নীড়।
ভালো-মন্দ সবাই মিলে একসাথে হাঁটি,
বিকাল হলে ছাদখানা শীতল পাটি!
সন্ধ্যা হলে এই দেখো কত পড়াশোনা,
ম্যানেজারের নেই ঘুম কাজ মিল গুণা।
রাত বাড়ে গল্প-আড্ডায় আসে না চোখে ঘুম,
মাঝে মাঝে পড়ে যায় কার্ড খেলার ধুম।
মেস জীবনের গল্প এটাই কে শুনবি শোন,
এই তো মোদের চল্লিশ জনের সায়লা ম্যানসন।
২৮/১২/২০১৪