একুশ আমার
স্বাধীন আকাশের বাঁধনহারা পাখি;
শাখায় শাখায় ফুটে থাকা
শিমুল ফুলের আঁখি।
একুশ আমার
মায়ের বুকে সন্তান হারানোর ব্যথা;
পাগল হওয়া বোনটির
লাল রক্তে আঁকা কাঁথা।
একুশ আমার
বৃদ্ধ দাদুর অতি উগ্র বিষাদী বুক;
পুত্র খোঁজে নাকাল হওয়া
দাদীর মলিন মুখ।
একুশ আমার
শিশির বদলে লাল রক্তে ভেজা পীচ;
যতন করে বপন করা
স্বাধীন দেশের বীজ।
একুশ আমার
মায়ের ভাষার প্রতি তীব্র এক ভক্তি;
একাত্তরে যুদ্ধে নামার
অতি প্রজ্জ্বলিত শক্তি!