যদি অভ্র হও
বৃষ্টি দিও এক পশলা চৈত্র দিনে,
কদম দেবো হাতটি ভরে, নিও গো চিনে।

যদি নীলাম্বর হও
হয়ে যেও মহাকাব্য লেখার খাতা,
ছন্দ দেবো মুঠো মুঠো, ভরে নিও পাতা!

যদি জ্যোৎস্না হও
রাত জেগে থেকো দোতালা ছাদে,
আলতো করে হাতটি রেখ প্রণয় ভরা কাঁধে।

যদি নিশিথিনী হও
নির্ঘুম রেখো বানানো গল্প বলার ছলে,
যতনে রেখো সারাক্ষণ তোমার আঁচল তলে।

যদি শিশির হও
মিশে যেও মোর চোখের নুনতা জলে,
বুঝে যাবে কতটা ভালেবাসি সখি তলে তলে!

যদি আমার হও
তোমার করে এতটুকুই ভালোবেসো,
আমার মহা দুখ-সাগরে সুখ হয়েই ভেসো।



২৮ অক্টোবর ২০১৫
জ্যোৎস্না প্লাবন, যশোর।