সেই যে আমার চৈত্র-দুপুর
বাইরে যাওয়া মানা,
চিত হয়ে ঘুমের আদেশ
দাদি জাঁহাপনা।
পুকুরের জল ঘোলা হলে
বড় চাচুর জ্বলে,
বাগে পেলে হাত দু'খানি
সমান তালে চলে!
শীত এলে শস্যে বনে
বনভোজনের পালা,
ধার করা হাড়ি-পাতিল আর
কলা-পাতার থালা।
খুব ভোরে কাঁপুনি দিয়ে
খেঁজুর রসে মুখ,
গোল হয়ে আগুন পোহানো
গল্প সুখ-দুখ!
সেই যে আমার পড়া না পারা
মধুর দিনগুলি,
কখন সে যে দিয়েছে হাঁটা
হৃদয়ের টান খুলি।
২৯ ডিসেম্বর ২০১৫
জ্যোৎস্না প্লাবন, যশোর