বসন্ত এসেছে তাতে কি
আমি আর ভালবাসবো না তোমায়।
কত্ত সাহস তোমার! আলতো করে চোখ বুজে নতুন ব্লেড
অথবা ধারালো ছুরি দিয়ে হাতটি কেটে রক্ত দিয়ে চিঠি লিখে
পাঠিয়েছ হলুদ খামে, তাতে কি
আমি আর ভালবাসবো না তোমায়।
লোকারণ্যে পথ আগলে নির্লজ্জের মতো দু' হাতে কান ধরে কত বার বলেছো-
মাফ করে দাও, ভুলে হয়েছে অনেক।
তাতে কি, আমি আর ভালবাসবো না তোমায়।
কত কল্পনার সমুদ্রে ভাসতাম, কত্ত রাত্রি জেগে স্বপ্ন আঁকতাম,
তোমাকে যদি কখন ভোর-সকালে নির্জনে একটি ফুল ধরিয়ে দিয়ে বলতে পারতাম-
যত্ন করে বেঁধে নিও চুলে।
এখন তুমি প্রতিদিন পালা করে ডালি ডালি ফুল দিয়ে যাও,
অগোচরে আমার বারান্দায়।
তাতে কি, আমি আর ভালবাসবো না তোমায়।
অবহেলার আগুনে পুড়িয়ে ছাইগুলো ফু দিয়ে উড়িয়ে দিয়েছো মনের খেয়ালে।
কারনে-অকারনে তোমার কষ্টের সমুদ্র ধারণ করতে হয়েছে আমার জর্জরিত বুকে...
আর এখন অবেলায় এসেছো রাঙিয়ে দিতে ধূসর জীবন!
মিথ্যা স্বপ্ন আর আঁকি না রাত্রি কাটিয়ে দিই ঘুমাই,
আমি আর ভালবাসবো না তোমায়...