একাত্তর এর আগেকার দিন
বাংলাদেশ ছিলো পরের অধীন।
পঁচিশে মার্চ কালরাতের কথা
আজও বাঙালীর হৃদয়ের ব্যাথা।।
,
প্রায় ত্রিশ লক্ষ শহীদের রক্তের দরুণ
আরো দু লক্ষ মা-বোনের ইজ্জত করুণ।
অতঃপর দেশ হয়েছে স্বাধীন
আজ কেহ নেই কারোর অধীন।।
,
পেয়েছি গর্বের লাল-সবুজের পতাকা
যাকে নিয়ে প্রতিদিন লিখছি শত কবিতা।
যতই আসুক ঝড়,আসুক তুফান
প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি রাখবো পতাকার মান।।