হয়ত আবারো একদিন দেখা হবে!
নির্জন বিকেলে নদীর তীরে।
আমাকে দেখেও করবে না দেখার ছল
তোমায় দেখে  হবে মোর আঁখি টলমল।
হঠাৎ সুকৌশলে তুমি হারিয়ে যাবে,
সুনিপুণ ভাবে সূর্যাস্ত দেখার ছলে!!