মেয়ে!
এই তুমি, সেই তুমি
বেশ অদ্ভুদ তুমি, রঙিন তুমি!
রং বদলাও ক্ষনে ক্ষনে।
অভিমান করো আবার অভিনয়ও করো।
ও মেয়ে কেন তোমরা এমন??