শয়তানের পারফরম্যান্স
অনেক ভালো ছিলো
কিন্তু তা ছিলো স্রষ্টা বিরোধী।
কোনো কাজেই আসে নি
সে সবসময় বিতাড়িত শয়তান।
সমাজেও কিছু শয়তান আছে
ইবলিস তার কাছে
হেরে যাবে নির্ঘাত
কিন্তু বসে আছে
সমাজের সুউচ্চ আসনে।
সমাজের প্রতিটি ফোঁড়ে ফোঁড়ে
তাই বিষবাষ্প ছড়াচ্ছে সর্বদাই।
স্বর্গীয় দূত আমাদের বন্ধু
ভালো কাজের উপদেশে
রয়েছে পাশে পাশে
না শুনছি বন্ধুর কথা
শয়তান জিতে যায় বার বার
তাই মৃত্যুর পরে বলি
আমি জন্ম চাই আরেকবার।
আল্লাহ এক জেনেছি
সত্যিই কোরআনেও পড়েছি
ভুলে যাব খোদাকে তখন
সামনে এলে বিচার
সীমানাটা দূরে থাক
তালগাছটা ভাগে রাখ।
সুদে আর ঘুষে
যত খাও চুষে
যতই নাও আনন্দ
চিরকালই পরাজিত মন্দ।