ফাগুন এসেছে ধরায়
যার পিঠ পোড়ে ক্ষরায়
ঋতুর বদলে তবে
তার বিশেষ কী আসে যায়।
শীত আর গ্রীষ্মের
সূর্য তো একটা
ফাল্গুনে কমবে না
পিঠ পোড়া রোদটা।
ক্ষরা যার হাঁড়িতে
শূন্য খামে বাড়িতে
আসে যার চিঠি
পায় নাকো দিঠি।
মাস শেষে বেতনে
দোষো দোষে কর্তনে
কমে আসে মূলধন
বাড়ে তার জ্বালাতন
সে দারুণ নিরবতা
জীবন তবু বহতা।
কে রাখে খোঁজ।
বিলাসীতার ভোজ
চলে ফাগুনের রাস্তাতে
সংস্কৃতি সস্তাতে
ভরে যারা বস্তাতে
তাদের বড়ো গুনগুন।
শূয়োরেরা আজ বাড় বেড়েছে
আমার তোমার অধিকার কেড়েছে
কোথা নেবো ঠাঁই
তাই বিচার রেখে যাই
এই ফাগুনে,
অত্যাচারীর সবকিছুই
পুড়ে যাক আগুনে।