ক্লান্তি দূর হলে স্বপ্ন জাগে, স্বপ্ন
ভেসে ওঠে বুকের দুকূল জুড়ে
গগণ আলো করা রোদ যখন নিভে যায়
বৃষ্টি নামে আমার এলাকা জুড়ে
তখন আমার নিজেকে নিস্পাপ মনে হয়।
রাত্রির ঘুম যখন শরীরে শক্তি যোগায়
জেগে উঠি কর্মের আহ্বানে, বেঁচে উঠি
নূতন দিনের উজ্জ্বল আলোয় আবার
মনের কিনার ডুবে যায় প্রেমের উদ্যাম জলে
আবার তা নিষ্প্রভ হয়ে নিভে যায়
অমানবিক মানবের বিষাক্ত ছোবলে।
আমি তবুও ধরি হাল শক্ত করে
মারি টান জোরে আরও জোরে
কেঁপে ওঠে সমুদ্রের জলের প্রান্ত
আমি কখনও হবো না ক্ষান্ত
কেননা আমি তো এখনো জীবন্ত।
স্বর্গীয় সে আনন্দের আশায়
ভাবনার অতল জলে ভাসায়
ছুটোছুটি তবুও পাপিদের আহবানে
ছুটে যায় দড়ি, কেটে যায় ঘোর
কে যেন ডাকে ওরে মনোচোর!
পৃথিবীর এ প্রান্ত আজ ক্লান্ত
ও প্রান্তে ডুবছে দেখি পাপে
মরচে সকলেই খোদার অভিশাপে
সারা দুনিয়ায় পাপে টলমল
নেক বান্দার তাই থামে না
নোনা চোখের জল।