চারদিকে শুধু লাশের মিছিল
আহাজারি স্বজনদের হারিয়ে, আত্মার প্রাণ
তবু দুষ্ট মানুষেরা শুনে না পেতে কান
বিচারের নামে প্রহসন চলছে দুনিয়া জুড়ে।
আকাশে মেঘের পরে উজ্জ্বল হাসি
ভরায় মানুষের কঠিন হৃদয়
তবু মানুষ গ্রহণ করে না শিক্ষা
নত করে শির।
মানুষ ধ্বংসে ব্যস্ত থাকে
কাটিয়া মানুষের শির।
নত নত নত কর শির
ওগো মনুষ্য জাতি ।
তুমিইতো ছিলে একদিন মহাবীর
আজ কেন ধ্বংসের খেলায় মেতেছ
করছে খেলা মরমীর।
কবি, তুমি এত কেন ব্যস্ত লেখায়
তোমার লেখা কে পড়বে
যে তুমি লিখছ
বাণী কথা আর বাস্তবতা। (সংক্ষেপিত)