আজ আমি এসেছি তোমাদের জানাতে
নতুন করে সেই বার্তা
যেখানে আছে লেখা জাতির মুক্তির কথা
ওহে নৌ-জোয়ান এই বাংলার সমীহ দাতা।
আজ যখন বিশ্বের সব দেশ ধাবিত
উন্নয়নের জোয়ারে, সেখানে আমরা অবনত
সমাজের কুংস্কারাছন্ন মানুষের ভীরুতার জন্য
যেখানে বিশ্ব চলে নিয়ে সমতা
সেখানে আমরা আজও ভাবি, নারীর স্বাধীনতা
যেখানে কোটি নারীর বাহুবলে ঘুরছে
কল-কারখানার যান্ত্রিক চাকা।
ওহে নৌ-জোয়ানের দল চল চল চল!
একতাই শক্তি একতাই বল
তাই নতুন করে বলছি আবার
হোক সমতা আর সহানুভূতিশীল মন, নয় কোন ছল।
সন্ধ্যার আধারে কোন দ্বীপ জ্বলিবে না আর
জীবনের প্রদীপ জ্বালাতে অকল্পনীয়, অনুপস্থিতি তার।
আজ জানাতে এসেছি তোমাদের এই বার্তা
আমি নকিব, নারী পুরুষ সম সম্মান
ধর্ম ভেদাভেদ হীন ঐক্য সমাজ দান
তোমরাই পারো গড়িতে, আমি নকিব
জানাই সেই সংবাদ।
বান্দরবান-জুন/২০১১