আজ তোমার ফুল শয্যারাত
তুমি কি শুনতে পাচ্ছ শানাইয়ের সুর
চারদিকে তোমাকে ঘিরে কত আনন্দ
আর ফুলে ফুলে সজ্জ্বিত তোমার বাসর ঘর।
রাত যত গভীর হতে থাকবে
জীবনের সেই মূহুর্তটি
তোমার বুকের মধ্যে
ঘড়ির টিক টিক চলার মতই সারা দিবে।
সবাই ব্যস্ত তোমার ঘর সাজাতে
আজ যে তোমার যৌবনের
প্রথম পুরুষের ভালবাসা
পাওয়ার আনন্দঘন রাত।
দেহ দিয়ে শুরুটা হয়
মন পাওয়ার, ভালবাসা পাওয়ার- প্রথম ধাপ
আর সেই ধাপে পৌঁছতে সাহায্য করে বিয়ে
নামক এক আনুষ্ঠানিকতা।
ভালবাসা আর অধিকার বলতে
তোমার সুন্দর নিখুত দেহটাকেই
প্রাধান্য দিবে, আর অন্যথায়
তুমি নিরর্থক অবলা নারী।
তুমি হয়তো ভাবতে পার
এই কি নারীর জীবন
সত্যিটা তাই, বাস্তবতা মিথ্যে নয়
মন পেতে হলে দেহ দিতেই হবে
অন্যথায় মন পাবে না
এমনকি ভালবাসাও না।
এই কথা অন্য ভাবে যাচাই
করলেও বোঝা যাবে ভালবাসা
মানেই দেহ আর শরীর।
তাং-১২/০৮/১৪ খ্রিঃ