মা তোমাকে আমি অনেক ভালবাসি
সত্যি কি তাই
প্রশ্ন জাগে আমার হৃদয় পটে?
কাল যখন আমি খুব ছোট ছিলাম
কোলে তুলে সোহাগ করত
আদর দিত ঠোঁটে!
আজ আমি অনেক বড়
অনেক কিছু জানি
মা নাকি অনেক বোকা বলি অবহেলে;
বাড়িতে মা একা থাকে
আমি অনেক দূরে
ভূলে থাকি অতি সহজে;
মা ভাবে ভাল থাকুক ছেলে।
আমি এখন বিয়ে করে
বউকে সাথী করে
বেশ সুখে আছি; ভোগ বিলাসে!
মায়ের সময় কাটছে কেমন
জানতে নাহি চাই;
বিয়ের আগে বেশতো বলেছিস
‘মা’ ভালবাসি তোমায়।
এখন মায়ের চোখের জল
বৃথাই গড়িয়ে গড়িয়ে পড়ে,
বউয়ের একটু ব্যাথায়
এক ছুট! হাসপাতালের দো’রে।
মাকে নিয়ে অনেক কথাই আছে
লিখব কত লিখলেতো
জল আসে চোখে
কষ্ট মাকে কেউ যেন না দেয়
প্রার্থনা সকলের তরে।
{শেরপুর ২৮/০৯/১৬}