সকাল থেকে রাত অবধি
হয়নি কিছু লেখা
অতি গরমে আরাম পেতে
পুকুর ঘাটের গাছ তলাতে বসে ছিলাম একা।
আধাঁর রাতে পুকুর ঘাটে জোনাক এসে
আমায় গল্প শোনায় হেসে
গল্প শুনে সাধ জাগে যে মনে
কেমন করে কাটবে সময় সঙ্গী বিহনে।
আলো ছড়ায় ক্ষণিক সময়
মনের কল্পনাতে
জোনাক-তারা হেসে যায়
আমার একা থাকার অনুশোচনাতে।
কখন যে মনের মাঝে
ফুটে উঠে ভালবাসার ফুল,
আবার যায় হারিয়ে ভোরের সাঁঝে
সন্ধ্যা বেলার কল্পনার সেই ভূল।
তারিখ-০৫/০৬/২০১১ খ্রিঃ বান্দরবান)