গভীর সমুদ্র তলাদেশে থাকে জলস্রোত শত
কিছু নিয়রণ আটকে আছে ঐতিয্যের মত।
সেথায় যেন জলস্রোতের আবরন গড়া
অতিরিক্ত কিছু ঠান্ডা বাতাসের দ্বারা।
উহার তলায় পজেটিভ অগ্নিকের ধার
ঘূনি বাতাস বৃদ্ধি হয় সেই অগ্নিকের দ্বারা।
সে বাতাস ধারন করে লাখো শক্তি গতি
অগ্নি শক্তি ধারন করে বাতাসের প্রতি।
সেথায় নেগিটিভ আস্তরন মৃতিকায় থাকে
অগ্নি শক্তি দ্বারাই বাতাসের শক্তি বৃদ্ধি করে।
উহার ছিদ্র ফাটা পথে কিছু নেগিটিভ জল চলে
ফাটা ফারা দিয়ে যাতায়াত করে সর্বসময়ে।
নেগিটিভ পজেটিভ না মেলার কারনে
সৃষ্টি হয় কোটি শক্তি ঘূর্ণি বায়ু প্রবনে
ঘূর্ণি বায়ু উর্দ্ধে টানে দেখতে সুরের কায়া
অগ্নি ভরা বাতাস দ্বারা ভূমিতে আঘাত করা।
ভূমিকম্পের শক্তি উর্দ্ধে ওঠেন সমুদ্রের জল দ্বারা
লাখো ফুট আয়তন সেই ভূমিকম্পর বল গড়া।
বাহির দেহ কালছে বর্ণ পর্দা দিয়ে ঢাকা
পর্দার মত ঢাকনা রয় অগ্নি বায়ু দ্বারা।
আমার নেই- কো বিদ্যা,নেই- কো শিক্ষা
ধারনায় লেখার পণ
ভুমিকম্পের ভূমিকা কল্পনায় আঁকি
লেখুনিতে মন।