চৈত্রে কাটে দিন হুতাসী বায়
মন টানে,যেতে চায় বৃক্ষ ছাঁয়ায়।
খন খন এটেল মাটি কোথাও নাই জল,
পিপাসী চাষি মাঠে দেহে নেই বল।
খাল বিল অনাবাদী বাড়ী ফাকে ফাকে
চাষিকে, ইঙ্গিতে যেন ঘরের বধু ডাকে।
ধান পাট বীজ বপন রেখে ভরসায়
দল বেধে উড়ে মেঘ বৃষ্টির আশায়।
চাষি ভাই এক রাহা ভরসা বল
মাতিয়ে যাবে জমি বৈশাখি বৃষ্টির জল।
নিচু দলা উচু ভুমি রসপম ছাড়া
তবু ক্ষেত বুনে রাখে ভরসা দ্বারা।
চৈত্রে পাট বপন,বোনা জমির ধান
আষাঢ়ে পাট ঘরে,বধুর কল্পনাতেই গান।
চৌদিকে মরুর রোদ্রো,চাষি আল্লা বিল্লা করে
ফসল আসিবে ঘরে,চাষির ভরসার ভরে।