আমি মাঝি জনম দুঃখী
আবেগ দিয়ে ভরা
তাই,আবেগ নিয়ে খেলা করেছে
এক সুন্দরী অবলা।
তোমার ঘাটে নোঙ্গর ফেলতেই
চোখে,ভাসে তোমার ছবিটা
তাই,বৈঠা হাতে কলম তুলে
অশ্রু চোখে,লেখি বিরহের কবিতা।
তোমার প্রেম নদীতে সাঁতার দিতেই
পানি উঠলো ভরে,
তোমার ঘাটের মাঝি হইতেই
বৈঠা গেল হেরে।
যৌবন বয়সে রূপ দেখাইছো
কত গল্পের ছলে,
তোমার ঘাটে সাঁতার শিখাইছো
নানান অযুহাতে।
কত সাঁতার খেলছি ঘাটে
লাইফ সাপোর্ট ছাড়া,
না বুঝিতেই প্রেমের স্বাদ
খাওয়ালে তুমি ধড়া!
কুয়াশা রাতে চাঁদর জরাইয়া
এ বুকে,ঘুমাইছো কত রাত
প্রেম করেছো ভোরের আলোতেও
ছাড়নি,শত স্মৃতির ঘাট।
মিথ্যা,মিথ্যা তোমার ভালোবাসা,
দেখাইছো বিদায়ক্ষনে স্বার্থপরতা,
দিয়েছো শুধু আমায় ধোকা,
মিটাইছো তুমি যৌবনের ক্ষুদা।
আমার,তরীহীন শুন্য জীবন
কেমনে একা কাটে,
আজও,তোমার আশায় বৈঠা বাই
নানান ঘাটে ঘাটে।