শুভ বিবাহর মহরানায়
                  সম্বলিত বসে-
উভয় পক্ষ ইষ্টিমিট
                  পাওনা দেওনা কষে।
শুভ দিনে নিয়ন্ত্রণ
                   সাজান চা,জল,পান-
শুভ কার্য্য গুরুপ্তপূর্ণ্য
                   জাগলো ঘুমের ধ্যন।
তোশাখানা ফরশপান্না
                   বর বসিলেন তাতে-
মোল্লা সাহেবক আনতে হল
                   মসজিদ কমিটি থেকে।
রেজিস্ট্রি হল কি না
                   উকিল সাক্ষী দাতা-
মেয়ে কবুল রাজী কি না
                   শুনল উভয় ওরা।
গায়ের বাবদ খোলা খরচা
                   মসজিদ,মোক্তব,মাঠ-
বিয়ের দফায় স্বয়ং পূর্ণ
                   রইলো না- কো বাদ।
ভগ্নিপতি দশের প্রতি
                   সালাম দাওয়াত দাও-
দর্শক মুন্ডলি উপস্থিত বৃন্দ
                   পান,বাতাসা খাও।
খানা খেতে তৃপ্ত মনে
                    আনন্দে সবে চলে-
শর্বত পর পান খাওয়াবে
                    বধু দেখার ছলে।
কোর্মা মুন্ড মুড়ি ঘোন্ড
                    লাচ্ছা গুড়ে মাখা-
ব্যচের খানা শরীয়তে
                    চৌ পর্দায় ঢাকা।
খানার ঘরে নয় পিরিতি
                    খাওন সাক্ষিদার-
খানার সময় সমান সবে
                    নহে কেহ পর।
খানা বিলাস শেষ পর্যন্ত
                    বধু দেখব কবে-
বধুর হাতে পান খেয়ে যে
                    রাত কাটাবো ঘরে।
ভোর আওয়ালে দরজা ধরছো
                     না করছ আও-
নইলে গড়ে ডাকবো ভাবি
                     ঘরে ঢুকতে দাও।
বধু দেখবো,এই ছলনায়
                     কি উপহার চাও?
আনছি উপহার মজার কিছু
                     ঘরে ঢুকতে দাও।
শুভ স্বাধি শেষ পর্যন্ত
                     পূর্ণ হলো রাতে-
শ্বাশুরি আম্মা তার মেয়েকে
                      দিল আমার হাতে।
অনেক দিনের প্রেমের স্বপ্ন
                      পুন্য বিয়ের পরে-
ভালোবাসার বধু পেলাম
                      আমি বাসর ঘরে।