দৃষ্টি পথে দিনের আলো গাই আনন্দে গান,
এমনই গান গাইব সুরে জাগবে সবার প্রান।
মোরা গরীব ছোট্ট আশা,চলব হিসাব করে,
সুখ বেদনায় জীবন পথ, কাটবে ভূবন ভরে।
মোদের আশা ছোট্ট পেশা, ছোট্ট বাড়ী ঘর,
সবাই মোরা মিলে মিশে চলব জীবন ভর।
নিত্য দিনে পথটি ধরি অন্যের শ্রম দেই,
যে টুকু পাই মাইনা মোরা,শোকর করে খাই।

অন্যের দ্বারে হাত পাতিয়ে না করিব ঋন,
সুখ,শান্তি,নিরাপত্তায় কাটবে মোদের দিন।
ব্যবসায় নীতি সচলিত মোদের হালাল পথ,
নিয়মতান্ত্রিক করব রুজি শ্রম যেন হয় সৎ।
নাইকো মোদের রাজার খাজনা নাইকো মোদের কর,
নির্ভাবনায় গাইব গান সারা জীবন ভর।
মোদের মুখে ফুটল হাসি গাহি চলার গান,
কর্মে ফল পাব মোরা, ভরবে মোদের প্রান।