শিশু সবার মন মাতানো
                বিদ্যা কর্ম ফুল,
           বোঝার পথে গুরু মশাই
              মানিয়ে নেবে ভুল।
            
          ছাত্র শিশুকে বুঝাও কিছু
                শিক্ষা কর দান,
            ভবিষ্যতে গড়ে তুলবে
              ওরা দেশের মান।

            গুরু মশাই বুঝায় শিশুক
               শিক্ষা নামি দামী,
            শিক্ষা আমল গেথে রাখে
                মন দ্রুত গামী।

           গল্পের ছলে শিখাও জননী
              আদব,কায়দার শিক্ষা
          কোমল হৃদয়ে দিওনা আঘাত
              বলবে না তারা মিথ্যা।

            জাগলো  শিশু উল্লাসে মন
                পড়া লেখার সাধ,
             গুরুজনের শত চেষ্টায়
                গড়ায় শিক্ষা পথ।