ময়না পাখি পত্র লেখে
স্বাধীনতার মান
স্বাধীন বাংলার মুক্ত আকাশে
ময়না পাখির গান।
স্বাধীনতা রাখবো ধরে
মাতৃ বাংলা ভাষা,
দেশ বৃক্ষ শস্য ছাওয়া
বহু নদীর বাসা।
ময়না পাখি পত্র পাঠায়
বনের পশুপাখির কাছে
আনন্দে দিন ফিরছি মোরা
প্রিয় সোনার বাংলাদেশে।
সৈর শাসন বিলীন হইছে
বীর যোদ্ধাদের দ্বারা
আনন্দ মিছিল বেরিয়ে পরছে
টেকনাফ থেকে তেতুলিয়া
পূর্ব দ্বারে সূর্য্য হাসে
১৬ ডিসেম্বরে
মুক্ত এখন সবাই স্বাধীন
বাংলার ঘরে ঘরে।
গগন পবন উড়োজাহায
আনন্দ ময়ে উড়ে
উপজাতি বাঙ্গালী সব
স্বাধীন ভাবে ঘোরে।
পূর্ব ঊষায় বাংলা স্বাধীন
১৬ ডিসেম্বরে
স্বাধীন আকাশে বাংলার পতাকা
বাধন ছাড়া উড়ে।।
বাংলার আকাশে স্বাধীন ভাবে
উড়তে যেন পারি
"স্বাধীনতার মান"পত্রে আমার
এটাই শুধু দাবি।