দেশ শান্তি আলো বাতাস বৃক্ষ তরুলতা,
সালের শান্তি স্বয়ংপূন্য হিসাব রাখা খাতা।
গ্রাম শান্তি গরীব দুখি চলবো সমাজ মিলে,
বাড়ী শান্তি সু-পরিবার নানান ফুলে ফলে।
পুরুষ শান্তি গৃহীনির গুন পেলে ভালোবাসা,
তবিল শান্তি অর্থ সঞ্চয় লাভ শান্তি আশা।
ভিক্ষুক শান্তি সালাম শ্রোদ্ধা দান অন্ন দানা,
স্বামী শান্তি ক্ষুদার মুখে টাটকা রুচি খানা।
ধর্ম শান্তি ইমান মজমুদ দ্বীনের গুনোগান,
জ্ঞানি শান্তি বুঝাপড়া দশে দেয় মান।
বন্ধু শান্তি ভাব রাখা দুঃখ শাখা প্রেম,
শ্রমিক শান্তি খেটে খাবো না করিবো ঋন।
ধনীর শান্তি বাড়ী গাড়ী বৃদ্ধি করা চাই,।
রোগির শান্তি চিন্তা বেশি কেমনে বাচি ভাই।
বেকার শান্তি স্বপ্ন জাগে নানান কাজে যাবো,
কৃপন শান্তি ধন রাখিয়ে কষ্ট যোগে খাবো।
গরীব শান্তি শ্রম হাতে কাজের সাথে দাম,
অলস শান্তি বসে খাবো কঠিন ভেবে কাম।
যুবক শান্তি যৌন উজান লোক তাকিয়ে দেখে,
যুবতি শান্তি আড়াল ফাঁকে টের চোখে তাকে।
কৃষক শান্তি ফসল চাষা লাভ লচে গান,
ব্যবসায়ি শান্তি যোগাযোগে যানবাহন চান।
গাতক শান্তি সু-কন্ঠে মুখে ফুটায় হাসি,
লেখক শান্তি লেখার মাঝে প্রিয় দেশ বাসী।
ঠাকুর শান্তি মুর্ত্তি গড়ান দেব দেবির কুল,
সাধক শান্তি জ্ঞান আহরন ন্যয় পূজারিক মুল।
গুরু শান্তি ভালোবাসায় দশের প্রতি মান,
পীর শান্তি কুদরতি সব দেয় মুরিদক দান।
রাজা শান্তি প্রজা যেন স্বয়ংপূন্য সবে,
প্রজা শান্তি রাজার সুখে দিন কাটিবো কবে।
রাজা শান্তি প্রজা শান্তি,শান্তি স্বয়ং বেশ!
শান্তি অময় রাজ্য ভার শান্তি ধন্য দেশ।