ধোপা নাপিত কামার কুমার
করছে পূজায় মদনা ঝুমার
সাজায় গনেশ ঠাকুর গন
ঢোলক বাজায় ঢুলি ঢং ঢং
সই সিধা ঘ্যাগা কুজা
সেবা করেন ঠাকুর পূজা
ছিল কত বন বুড়ি
ছেলে হেন নারী নুড়ি
পূজার মেলায় তিথী দিন
চোখে ঘুম নাহি চিন
পূজার মুন্ডবে দাতা জন
দানের স্রোতে এক মন
আড়তি সাধনে কালি পূজার চাঁন
সাত্রি মা লক্ষী আনে ধান
সহ সঙ্গি আত্মীয় সজন
নানান খাবার করছে আয়োজন।
বি দ্র: বাংলাদেশে সংখাগরিষ্ট হিন্দু এলাকায় আমার বসবাস,তারা অনেক গরীব তাদেরকে লক্ষ করে আমার এ কবিতা রচনা।