ভোর বিহনে কাঁচা রৌদ্র
ফুটবে মোদের হাসি-
ফুলে ফলে গন্ধ ছড়াই
সু-গন্ধি তার অতি।
গুন গুনিয়া গান শুধাবো
সুরে প্রজাপতি-
কিরণ রঙ্গের নয়ন দুটি
নানান রঙ্গে মাখি।
শীতের ভোরে শিশির ঝরে
বিন্দু বিন্দু কনা-
ভারাক্রান্ত অন্ত শরীর
কেমনে ঝাঁকাই ডানা।
ছুটলো কিরণ রবির হাসি
শুকনো শরীর পাখা-
জ্ঞান ফিরিয়ে ঝাঁকিয়ে উড়ি
ফুলের শাখা শাখা।
নানান ফুলে ঘুড়িয়ে বেড়াই
আমরা নানান জাতি-
নানান রঙ্গের হলেও আমরা
নামে প্রজাপতি।