পথে পথে শিশুর দল
আশ্রয় হীন যাত্রী
রাত কেটে দিনের ভোর
দিন কেটে রাত্রি।
বিশ্বজাতির প্রত্যেক শিশু
মায়ের কোলের ধন
সুনাগরিক হতে পারে
শিশু প্রত্যেক জন।
প্রত্যেক জাতেই শিশুর রাজ্য
শিশুকে শিক্ষা কর দান
অগ্র পথে চলবে শিশু
বাড়াবে রাজ্যের মান।
রাজ্যের ধন আয় ব্যয়
প্রত্যেক শিশুর জন্য রাখা
শিশু মোদের বৃদ্ধি রাখেন
জনম জম্নের শাখা।
শিক্ষাই শিশুর সমাজ বাধন
সুশীল শিশুর জীবন
রাষ্ট্র নায়কের অসৎ নীতিমালাই
রাষ্ট্র নীতির দমন।
মানবধিকার সবার সমান
হক-না পথের শিশু
রাষ্ট্র নায়ক শিশুর টানে
নেন ভাবনা কিছু।
পথের শিশুই ক্ষেত মজুরী
শিল্পে শ্রমিক গন
বুকের কষ্ট শ্রমে দিয়ে
দেশে যোগান ধন
অনাহরে অনাদরে
কষ্টে তাদের জীবন
স্বাধীন দেশে জন্ম নিয়েও
কেন রাস্তায় মরন?