এই ধারাতে মোদের জীবন বাঁচে বায়ু জলে
আলো বায়ু জল প্রয়োজন, ক্ষেতে ফুলে ফলে।
হায়াৎ,মৌয়ত,রিযিক দৌলত সৃষ্টি কর্তার হাতে
হে মীকাঈল তোমার কাজ মেঘ চালনার পথে।
হে ফেরেস্তা মেঘ সাজিয়ে দাও বৃষ্টি জল
জল না দিয়ে মেঘ নিয়ে করছ চলাচল।
কবে দিবে জল বৃষ্টি ক্ষেতে মৌসুমী ধারা
স্থুল ভূমি জল বিনে যায়,হায় হুতাসে মারা।
জল তুলে মেঘ সাজিয়ে চলছ বয়ে উড়ে
পর্বত জুরে ছাঁয়া দিয়ে যাচ্ছো বহু দুরে।
ফেরেস্তা যদি ভূমিতে এসে দ্বাড়ায় মানুষের আগে
এই সফরে জল না দিয়ে যাইবে কেমন করে।
হাত মিলিয়ে দশ সমার্থক ইতি পূর্বে ছালাম
ন্যায় ইবাদত মোট কল্যান ধর্ম বিধান কলাম।
ফেরেস্তাগন সামনে এসো হাত মোলাকাত করি
স্লোগান মুখে ফুটাও হাসি,ঝড় বিনে দাও বৃষ্টি।