কে বলেছে অর্থ অনার্থক?
অর্থ দুখে কাঁদি!
অর্থ যোগিতা আয় ব্যয়
রয়েছে নেকি বদি।
তাই বলিতো অর্থ গরনি
ধন্য জগত বাসী-
দিন মজুরীর শ্রমের অর্থেইু
গরীব দুখি খুশি।
গরম কিসের অর্থ টানে?
তা কখনো নয়!
অর্থর ধরন পূন্য সংসার
অর্থপূন্য জয়।
অর্থ বিনে সোনা সংসারে
লুটিয়ে পরিলে কেহ-
অসুস্থতায় সেবা বিনে
ক্ষতির মুখে দেহ।
সৎ কর্মে অর্থ কামাই
বংশ রক্ষা হয়-
বুদ্ধি ব্যক্তির সাধ্য যোগায়
কর্মেই পরিচয়।
কষ্ট জাতির বন্ধু পত্তন
দুঃখে ভরে মন-
অর্থ দিয়েই বন্ধুর গঠন
বাড়ায় নিমন্ত্রণ।
আদিম যুগে ভিটাবাড়ী
মস্তক সংসার ছিল-
আধুনিক জবাবদিহিতায়
নানান কর্ম এলো।
কর্ম করা বিশাল ইবাদত
রয়েছে কর্মে ধন-
ফুর্তি মনে কর্ম হাতে
সব জাতি এক মন।
দেশ গড়া টাকার কাজ
পরিচালক মানুষ-
এই টাকাতেই হওয়া যায়
জগত মহা পুরুষ।
টাকা দেশের প্রধান কর্মীক
বাড়ায় রাজ্যের মান,
সব জায়গাতেই অর্থ ছাড়া
কেমনে দেশ সাজান?
দেশ মানুষের শ্রমের কল্যাণ
দেশের নেতা রাজা,
সকল সংস্থায় টাকা না হলে
দাঁড়ায় কঠিন সাজা।
ধর্মের প্রতিক মসজিদ,গির্জা
টাকায় বাড়ায় মান,
টাকা ছাড়া হাজিরা সব
কেমনে মদিনায় যান?
জাতির ধর্ম কর্ম কারর ধর্ম কর্মের বাধন,
সকল কাজে পাক ভোজন এক ইমান মন সাধন।