মাগো আমার তুমি জান্নাত
            আমি তোমার দ্বারে,
           পাপ রাজি মাথা নত
              পা ধরেছি জরে।

          মাগো তুমি মাফ দিয়েছো
                   শত বেদনা,
        তোমার পাশে রইছি মাগো
                মাপের সাধনা।

            গরম কাটে রাণচান
            শীত কাঁটেছো গীদে,
          মলমূত্র ত্যাগ করিয়াছি
            রাত জেগেছো শীতে।

          টানছো খুদা রইছো শীতে
               নদীর ডিঙ্গার ঘরে,
      জলের হাঁওয়া কুয়াশা ছাড়ে
               পরছে ঝড়ে ঝড়ে।

            তবু হেনা সয়েছো মা
             ডেকেছো বাচাধন,
  শতবেদনা কাটিয়ে হেসেছো মা
            তুমি আপনজন।

         ঠান্ডা মাথায় কাটো মাগো
             ছেলের গুনা খাতা,
         নইলে পাঠাও জাহান্নামে
            রইবো না-কো ব্যাথা।

           পীড় ওলি ধর্ম আমল
             ধর্ম বিজয় শাখা,
সন্তানের জান্নাত মায়ের দোয়ায়
          বিধান মুলে রাখা।

       হজ্ব যাকাত নামাজ রোজা
             নেক আমলের ভরে
       মায়ের দোয়ায় জান্নাত পাবো
           রইবো না- কো ভয়ে।