বিশ্ববাসীর নজর রাখি
আরাকান রাজ্যের দিকে-
বিশ্ববাসীকে জানাবো মোরা
হাজার কবিতায় লিখে।
অং সাং সুচির বর্বরতায়
আগুনে জ্বালায় বাড়ী-
হাজারো শিশুর রক্ত ঝরায়
অসহায় রোহিঙ্গা রাজ্যের নারী।
রোহিঙ্গাদের রক্ত কনার জলে
বইছে নাফ নদীর ঢেউ-
মানবতা রক্ষায় করবো যুদ্ধ
হারবো না বিশ্ব মানবতার কেউ।
কবিতায় ডাকি বিশ্ববাসীকে
রোহিঙ্গাদের উদার নজরে চাও-
মিথ্যা অযুহাতে মারছে তাদের
খাদ্য,বস্ত্র,বাসস্থান,শিক্ষা,চিকিৎসার অধিকার দাও।
ঘুমিয়ে থেকোনা বিশ্ববাসী
বিবেকের চক্ষু মেলে চাও-
রোহিঙ্গা মানবের কি পরিস্থিতি
সোনার বাংলায় দেখে যাও।
পিঁপড়ার নীড়ের মত পুড়ছে বাসা
রোহিঙ্গার মানবরা ব্যর্থ-
জম্নভূমির মাটিতে বাঁচতে দেওয়া
বিশ্ব মানবতার কর্তব্য।