জীবন তরী চলছে বায়ে
পৃথিবীর এই থলে
তরী গুলো টানছে বোঝা
সমুদ্রোর জলে ।
সমুদ্রোর উতাল পাতাল
তালে তালে ঢেউ
কোন ঘরিকে ডুববে তরী
বুঝবে না-কো কেউ ।
নেই গ্যরান্টি জীব্ন তরী
দুনিয়া ভারি খেলা
সময় খানেক অতীত কাল
ডুবছে পাটে বেলা ।
গুড়গুড়ি ডাক মেঘের পালা
নামলো ঘূর্ণিঝড়
সমুদ্রোর জীব্ন তরী
কাপছে থরো থর ।
ডুবলো তরী বুঝলাম না-রে
সমুদ্রের জলে
হুশীয়ারী সংকেত মেনে
সবে যেন চলে।