ফারুক নামের সব ছেলেরা
হতাশ হতে পারে না-
কেন আমি হতাশ হলাম
হিসাব কষে দেখি না!
চাঁদের মত দেখতে ফারুক
জন্ম - রংপুর বিভাগে
চেহারা দেখেই নামটি ফারুক
আমার বাবাই রাখে।
চার সদস্যর পরিবারে
এক ফারুকের বাস-
তবু কেন শিক্ষা হারা
এই কারনে হতাশ।
শিশু কালে বাবা করলো
দ্বিতীয় নাম্বর বিয়া-
জীবন যুদ্ধে কেমনে জয়ী
হবে ফারুক মিয়া।
বাবা গেল বধু নিয়ে
কর্মের খোজে ঢাকায়-
তিন সদস্যই কর্তা হারা
পরে গেলাম ফাকায়।
বাস্তবতার দাবিতে ফারুক মিয়া
হলো টেক্সটাইল কর্মীক-
এই কারনে একলা জীবন
প্রেমিকা বলে শ্রমিক।
দঃখের কথা বলবো কারে
কারে আপন ভাবি-
যারেই আমি আপন ভেবেছি
প্রত্যেকে দিয়েছে ফাকি।
পাওয়া না পাওয়ার জীবন যুদ্ধে
অনেক বছর পর-
ব্যর্থ সৈনিক হয়েও ফারুক
জীবন যুদ্ধে অনর।
শিক্ষার কোন বয়স নাই
বলছে গুরু জন-
শিক্ষার লক্ষে কাজের ফাকে
কবিতা করেছি আপন।
স্বপ্নে ভরা ফারুক মিয়া
বয়স কেবল কুড়ি-
বাস্তবতার মধ্যে আজও
শিক্ষার স্বপ্ন দেখি।