আমার আঙ্গুল পেন্সিল
মাটিই খাতা
ছবি আঁকি
পাতা পাতা।
চোখ রাখি ছবির প্রতি
মাটির খেলনা সাথি
যা দেখিবো তা দাগাবো
ছবি মাটির প্রতি।
আমি শিশু জনম মাটি
সোয়া গিনী ভরা
খেলনা হাতে শিক্ষা পথে
শিশু জীবন গড়া।
অর্থ দিয়ে বাদলে শিশু
আসে দিনের ভয়
নষ্ট শিশু অর্থ ক্ষয়
এটাই বেশি হয়।
শিশুর বৃদ্ধি দিন বদলে
নুতুন ভাবনা ভাবে
ছবি আঁর্ট আবিস্কারে
বিজ্ঞান হতে পারে।
রংবিরঙ্গের খেলনা আমার
ফুর্ত্তি রাখে মন
খেলনা মনে চরিত্র গঠন
জানে সর্বজন।
পড়ায় সুমন খেলতে হাসি
সুন্দর ছবি আঁকা
যা দেখিবো তা ভাবিবো
বাড়বে জ্ঞানের শাখা।
শিক্ষার পথে শিশুর হাতে
বাড়তি অর্থ নয়
শিক্ষা ছাড়া হইবে তারা
রইবে না কারো ভয়।
অর্থ দিয়ে আদর সোহাগ
বাড়বে সঙ্গ পালা
আহাজানি মানহানির পথ
শিখবে বাজে খেলা।