নামলো ঝড়ি সয়না দেড়ি
                 বিলম্ব এক ঘরি
বর্ষা কালে ডাকলো বান
                টিপটিপানি ঝড়ি।
বর্ষার ঝড়ি টিপটিপানি
                নদীর কোলে বান
মাঠের কোলে চাষির ফুত্তি
                কেটে আনে ধান।
জেলের গান মাছে রাজা
               মাছ ধরিবো হাতে
নুতুন ধানের চালের ভাত
               খাইবো মাছে ভাতে।
বর্ষার গানে জেলে চাষির
               ওঠলো ভরে প্রাণ
মাছে ভাতে জাতি গোষ্ঠি
               গাই আনন্দে গান।