বর্ষা ডাকে রইবো-না কেউ লুকিয়ে ঘরের কোণে
জলের হাওয়ায় শীতল বায় মোদের প্রাণে প্রাণে
ছেলে মেয়ে জোট বেধে চলছে নদীর তীরে
স্রোত জলে সাতার খেলি ছোট বড় মিলে।
নদীর কোলে মুক্ত ঢেউয়ে চলছে ভেলা তরী
নবাব সাহেব দূত যানে ফিরছে বাড়ী বাড়ী
বৃক্ষলতায় ঝাপটা সাজা বর্ষার অঙ্গিকার
নদীর জলে লায়া রবো সাড়া জনম ভর।
গামছা বেধেঁ টংটঙ্গি সাজান যেন ছাতা
মাথায় দিয়ে কত যেন মান কচুঁয়ার পাতা
হেটে পথে কত বৃদ্ধ হাতে বাকা লাঠি
দেখছে ওরা আকাশ চেয়ে মেঘলা ডাকাডাকি।
হরহরি ডাক মেঘের মাথায় বিজলি ছাটায় চমক
কানে আঙুল চোখমুদি অন্তর কাপায় ধমক
সন্তান সন্ধিনী মা দু:খিনী ডাকছে যেন মোরে
নদীর ঘাটে মা এগিয়ে ডাকছে বাড়ে বাড়ে।