শরৎ কালের ডাকে
               বকুল ফুল ফোটে
আমাদের চার পাশে
               শত ফুল মাঠে।
ফুল ঝড়ে ছোয়া বায়
                হাতে লয়ে ফুল
গোছা ভরে গাথি মালা
                কর্ণে নাচাই দুল।
বকুল ফুল গন্ধ ঢালে
                 সু- গন্ধি তার অতি
বকুল ফুলের ছোয়া পেলে
                 মনে,জাগে প্রেমের স্মৃতি।
দোলনায় দোলে খুঁকি
                 হেসে পুতুল খেলে
ছোটদের পড়া বুঝাই
                 মালা দেবার ছলে।
বড় ভাই নামটি তার
                 মা রেখেছে বকুল
তাই শুনিয়া কলি বোনটি
                 নাম- পালটে রাখছে ফুল।
ছড়া পড়ার নায়ক বকুল
                 নেই- কো পড়তে হেলা
মনোযোগিতা পড়াবো আমি
                 পড়ার বিরতি খেলা।
বকুল ফুলের কেমন গন্ধ
                  তুলনা হয়না বলায়
প্রেম বসন্তে সাজবো আমি
                  বকুল ফুলের মালায়।