রংতামাশা খেলাধুলা বৈশাখ মাসে
বৈশাখি মেলার গান চৌদিকে ভাসে।
ফুতপাতে হকার নামে ব্যবসাহি বসে
বৈশাখি গুনগান সব মিলেমিশে।
আনন্দখানা ভাতুন ভাত সাজান বাসন বোল
পিয়াঁজ পাটাশাক খাবার ধুম ইলিশ মাছের ঝোল।
হাঁড়ী বাসন ধামাকুলা খোলামেলা খানা
নোংরা আয়োজন মনে জাগে খেতে নিতে মানা।
খানার ঘরে নেই-কো পর্দা সাখিদার্নি নারী
বৈশাখিদের খানার হুক হিসাব ছাড়াছারি।
রঙ্গেহলি মাখা মাখি বেশ বৈশাখি শাঁড়ী
মেয়ে সেজেছে শখা ঢংগে ছেলে সেজেছে নারী।
বৈশাখ মাসে ধুল গড়নি পাখপাখানো বানুর
অন্ধধারায় অরনি ভুবন পাগলা মেঘের দৌড়।
বৈশাখিদের রঙ্গেঢংগে ধুলধুলনি মাখা
নারী পুরুষ অপরিচীন পরিচয়হীন রাখা।