শীত কালে মাঠে মাঠে চাষি বোরোধান
গ্রীষ্মেয় কেটে নেব কল্পনায় গান।
কেশ মাথায় কুয়াশা লতা
ন্যাংটা পোশাক ছতর ঢাকা
মেয়ে চাষি ধান লাগান
শোভা যেন পাতা গাঁতা।
ছেলে মেয়ে ধান চাষে কর্মে রাখে মান
ভবিৎষতে দিন গুলি সুখে ভরে যান!
গাজী গাজী কুয়াঁশা মাথায়
দেহ কপনী শীতে
তবু চাষি ধান লাগান
শীত ভোলেন গীদে।
ধান চারা ডেকে লবে বসন্তে হাওয়া
ডাল পালা কোলাকোলি শীত লজ্জা পাওয়া।
বসন্তের তিরস্কারে শীত পালায় দূরে
গ্রীষ্মের আবহাওয়া এলো বুঝি ফিরে।
বসন্ত মৌ ঢালে
ধান ছড়ির শিষে
বসন্তের যৌন হাওয়া
ধান প্রসির বুকে।
মাঠের বুকে ধান ফোলে গ্রীষ্মের টানে
মাঠে মাঠে ধান যেন সোনা বর্ণ জ্বলে।
বোরোধান পাকে যেন
গ্রীষ্ম কাল ধরে
কাটা ছেড়া ধান মারাই
সারা দেশ জুরে।
বধু চাষির মুখে হাসি রেখে গোলায় ধান
বধু চাষি দাস দাসী গান আর গান।
হাট মেলা পাশাপাশি
গ্রীষ্মের মাসে
কেনা কাটা হাট মেলায়
বনিক সবে বসে।
বধু কেনেন গহনাগাঁটি সঙ্গে বৈশাখি শাড়ী
নানান রঙ্গের সওদা লয়ে ফেরে বাড়ী বাড়ী।